নতুন সেলফি ফোন আনল ভিভো
বিডি প্রেস ডেস্ক রিপোর্ট বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০ ০৫:১৯ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০ ০৫:১৯ পিএম

সেলফি কেন্দ্রিক নতুন ফোন আনল ভিভো। মডেল ভিভো ভি২০ প্রো। এই ফোনের সেলফি ক্যামেরায় বিশেষ চমক থাকছে। ৫জি কানেকটিভিটি থাকছে।
ডুয়াল সিম (ন্যানো) যুক্ত ফোনটি অ্যানড্রয়েড ১০ ভার্সনের ফান টাচ ওএস ১১ সফটওয়্যার ভিত্তিক। এতে ৬.৪৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেয়া হয়েছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৫৬জি চিপসেটের এই ফোনে পাবেন ৮ জিবি র্যাম। ইন্টারনাল মেমোরি ১২৮ জিবি। সিনেমা, ভিডিও এবং বড়সড় অ্যাপ ডাউনলোড করে রাখলেও ফোনটি স্লো হওয়ার কোনও প্রশ্নই উঠছে না।
হ্যান্ডসেটটিতে তিনটি রিয়ার ক্যামেরা থাকছে। প্রাইমারি ক্যামেরাটি ৬৪ মেগাপিক্সেলের। সেকেন্ডারি সেন্সর ও আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যুক্ত বাকি দুটি ক্যামেরা যথাক্রমে ৮ ও ২ এমপির। দূরের ছবিও উঠবে বেশ স্পষ্ট। সেলফি ক্যামেরাতেও রয়েছে চমক। ফোনটিতে সেলফি তোলার জন্য দুইটি সেলফি ক্যামেরা দেয়া হয়েছে। ৪৪ ও ৮ এমপি বিশিষ্ট সেই ফোনে সেলফি তোলার মজাই আলাদা। ৩৩ ওয়াটের ফ্ল্যাশ চার্জের মাধ্যমে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার বিশিষ্ট ব্যাটারিও দ্রুত চার্জ হয়ে যায়। ফোনটির দাম প্রায় ৪১ হাজার টাকা।
আরও পড়ুন
- দেশের বাজারে এলো আইটেলের প্রথম টিভি
- এ বছর বিশ্বের দেনা বাড়বে ৯২ ট্রিলিয়ন ডলার, আইআইএফ’র পূর্বাভাস
- যুক্তরাজ্যে ২০২৭ সাল পর্যন্ত জিএসপি সুবিধা পাবে বাংলাদেশ
- জাপানের অর্থনীতি সঙ্কুচিত হয়েছে ৪.৮%
- পতন সূচকে,লেনদেনও কমেছে
- বাংলাদেশ ও কানাডার মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে ভার্চুয়াল আলোচনা
- বাণিজ্যমেলা মেলা কবে, এখনো অনিশ্চিত বললেন মন্ত্রী
- বসুন্ধরা বিটুমিনের বাণিজ্যিক কার্যক্রম শুরু