আদালত অবমাননা: প্রতিরক্ষা সচিবসহ ৫ জনকে আপিল বিভাগে তলব
বিডি প্রেস ডেস্ক রিপোর্ট সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০ ০৪:৩৯ পিএম | আপডেট: সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০ ০৪:৩৯ পিএম

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ সংক্রান্ত আদালতের আদেশ অমান্য করায় প্রতিরক্ষা (তৎকালীন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপচিালক) সচিব ড. আবু হেনা মো: মোস্তফা কামালসহ ৫ জনকে তলব করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আগামী ১৪ ডিসেম্বর সকাল ৯টায় আদালতে হাজির হয়ে তাকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
অন্য চারজন হলেন, প্রাথমিক শিক্ষা অধিদফতরের ডেপুটি ডিরেক্টর রমজান আলী,গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম,গাইবান্ধার সদর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসারআব্দুস সালাম ও গাইবান্ধার সদর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার।
এক আদালত অবমাননার আবেদনের শুনানি নিয়ে সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন। অপরপক্ষে ছিলেন আইনজীবী শফিক মাহমুদ।
পরে ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন বলেন,২০০৮ সালে গাইবান্ধা সদর উপজেলার বিউটি বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষায় প্রথম হন। কিন্তু তাকে নিয়োগ না দিয়ে পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকারী নাজমা সুলতানাকে নিয়োগ দেয় প্রাথমিক শিক্ষা অধিদফতর। বিউটি বেগম নিয়োগ না পেয়ে গাইবান্ধার সহকারী জজ আদালতে মামলা করেন। মামলার শুনানি নিয়ে আদালত পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী বিউটি বেগমকে নিয়োগ দিতে নির্দেশ দেন। হাইকোর্টও এই আদেশ বহাল রাখেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন নাজমা সুলতানা।
২০১৭ সালের ৩ আগস্ট আপিল বিভাগ নাজমা সুলতানার আবেদন খারিজ করে ১৫ দিনের মধ্যে বিউটি বেগমকে নিয়োগ দিতে নির্দেশ দেন। আপিল বিভাগের আদেশের পরও বিউটি বেগমকে নিয়োগ না দেওয়ায় আদালত অবমাননার মামলা করা হয়। আদালত সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন। রুলেরও জবাব দেয়নি বিবাদীরা।
আইনজীবী এ বি এম আলতাফ হোসেন আরও বলেন, এ কারণে আপিল বিভাগ আজ প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপচিালক) সচিব ড. আবু হেনা মো: মোস্তফা কামালসহ ৫ জনকে তলব করেছেন আপিল বিভাগ। ১৪ ডিসেম্বর তাদের স্বশরীরে হাজির হয়ে আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
আরও পড়ুন
- শিশু সামিউল হত্যা মামলার রায় আজ
- যাবজ্জীবন সাজার মেয়াদ আমৃত্যু কারাদণ্ড: আপিল বিভাগের চূড়ান্ত রায়
- ববি শিক্ষার্থী সাওদা হত্যায় ফাঁসির আসামির সাজা কমে যাবজ্জীবন
- ঢাবি ছাত্রী ধর্ষণ মামলার রায় দুপুরে
- আগাম জামিন নিতে হাইকোর্টে বিএনপির দেড় শতাধিক নেতাকর্মী
- ধর্ষণের শিকার তরুণীকে বিয়ের শর্তে আসামির জামিন
- বালিশকাণ্ড: ঠিকাদার আসিফের জামিন বহাল
- ডাকাতিকালে গুলি করে হত্যা: ডাকাত সর্দারের যাবজ্জীবন