করোনার থেকেও বেশি কঠিন সমস্যার কথা জানালেন বিল গেটস
বিডি প্রেস ডেস্ক রিপোর্ট মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১ ০৩:২৬ পিএম | আপডেট: মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১ ০৩:২৬ পিএম

বিশ্বের শীর্ষ ধনীদের অন্যতম মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস পৃথিবী যে রচম সমস্যার মুখে পড়তে চলেছে তা আজ থেকে কয়েক বছর আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি। একটা মহামারী ভাইরাস যে মানুষের জীবনকে পাল্টে দেবে সেটা বছর পাঁচেক আগে অনুমান করেছিলেন তিনি। খবর বিবিসি ও নিউজ এইটটিনের।
এবার তিনি জানালেন সময় এসেছে মানুষ যাতে জলবায়ু পরিবর্তন নিয়ে ভাবে। তার মতে জলবায়ু পরিবর্তনের সমাধান তুলনায় কোভিড মোকাবিলার থেকে কঠিন কাজ। ৫১ বিলিয়ন অথবা শূন্য'—জলবায়ু সম্পর্কে এই দুটি সংখ্যা সবার জানা দরকার বলে মনে করেন তিনি।
সম্প্রতি একটি বই প্রকাশ করে তিনি এই কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা কীভাবে করা যায় তা নিয়ে মত দিয়েছেন। এটি একটি গাইডবুক হিসেবেও দেখা যেতে পারে। তিনি জানান, যদি জলবায়ু পরিবর্তন কমানো না যায় তাহলে কিন্তু একটা সময় পৃথিবীতে করোনার থেকেও কঠিন পরিস্থিতির সৃষ্টি হবে। এর সঙ্গে চিন্তা বাড়াবে বিশ্ব উষ্ণায়ন।
আরও পড়ুন
- ‘নিঃসঙ্গ মন্ত্রী’ নিয়োগ দিল জাপান
- উইঘুর মুসলিমদের বিরুদ্ধে চীনা কার্যক্রমকে গণহত্যার স্বীকৃতি দিল কানাডা
- ১০ প্রতিবেশী দেশ নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স চুক্তির পরামর্শ মোদির
- ‘পৃথিবীর মুখোশ উন্মোচন করে দিয়েছে করোনা, যা মহামারীর চেয়েও ভয়ঙ্কর’
- অটোরিকশা চালকের মেয়ে থেকে মিস ইন্ডিয়া রানারআপ!
- দ্বিতীয় সন্তান আসছে হ্যারি ও মেগানের সংসারে
- পিপিই পরে নারীর অভিনব ভিক্ষা!
- ভালবাসার নিদর্শন ঐতিহাসিক সুতানাল দীঘি