1. »
  2. মতামত

অটোরিকশা চালকের মেয়ে থেকে মিস ইন্ডিয়া রানারআপ!

বিডি প্রেস ডেস্ক রিপোর্ট মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১ ০৫:৪৫ পিএম | আপডেট: মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১ ০৫:৪৫ পিএম

অটোরিকশা চালকের মেয়ে থেকে মিস ইন্ডিয়া রানারআপ!

লাইমলাইট হিট হওয়ার আগে মানয়া সিং উত্তরপ্রদেশের কুশিনগরে একজন অটোরিকশা চালকের মেয়ে ছিলেন, যিনি কেবল জীবনে কিছু ভয়াবহ সমস্যার মুখোমুখিই হননি, তার কাছে গ্ল্যামার জগত ছিল সম্পূর্ণ নতুন পৃথিবী।

মুকুট জয়ের পর মিস ইন্ডিয়া রানার-আপ মানয়া সিং বলেন, 'বিশ্বকে দেখানোর জন্য নিজের এবং স্বপ্নের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হলে সমস্ত কিছু সম্ভব, তাই আজ আমি ভিএলসিসি ফেমিনা মিস ইন্ডিয়া ২০২০ রানারআপ হয়েছি।'
ইনস্টাগ্রামে একটি পোস্টে তিনি নিজের জীবনের সংগ্রাম নিয়ে লেখেন, 'আমি অনেক রাত অনাহারে  কাটিয়েছি। রাতে না ঘুমিয়ে দুপুরে কয়েক মাইল হেঁটেছি। আমার রক্ত, ঘাম এবং চোখের পানি আমাকে স্বপ্ন দেখতে সাহস জুগিয়েছে। অটো চালকের মেয়ে হওয়ার দরুন বেশিদিন স্কুলে পড়ার সুযোগ হয়নি। ১৪ বছর বয়স থেকেই কাজ শুরু করি।'

প্রচন্ড পরিশ্রমী, আত্মবিশ্বাসী ও আত্মপ্রত্যয়ী মানয়া সিং এভাবেই নিজের স্বপ্ন পূরণে সমর্থ হয়ে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।