‘পৃথিবীর মুখোশ উন্মোচন করে দিয়েছে করোনা, যা মহামারীর চেয়েও ভয়ঙ্কর’
বিডি প্রেস ডেস্ক রিপোর্ট শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১ ০৪:২২ পিএম | আপডেট: শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১ ০৪:২২ পিএম

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, করোনাভাইরাস পৃথিবীর মুখোশ উন্মোচন করে দিয়েছে। আর তাতে করে সম্পর্কে চিড় ধরা ও ভঙ্গুর এক পৃথিবীকে দেখছে সবাই, যা মহামারীর চেয়েও ভয়ঙ্কর।
গুতেরেস মিউনিখে নিরাপত্তা পরিষদের কনফারেন্সে এসব কথা বলেন। তিনি বলেন, ‘কোভিড-১৯ গোটা পৃথিবীতে এক্স-রে করে দিয়েছে। আর তাতে করে পৃথিবীর প্রকৃত চিত্র বেরিয়ে এসেছে। মুখোশ উন্মোচিত হয়েছে বর্তমান পৃথিবীর। যে পৃথিবীতে সম্পর্কের চিড় ধরা ও ভঙ্গুরতা প্রকাশ পেয়েছে। এর মধ্য দিয়ে বৈশ্বিক চ্যালেঞ্জগুলো আরও বড় হচ্ছে, জটিল হচ্ছে। অন্যদিকে এসকল চ্যালেঞ্জ মোকাবিলায় যে ঐক্য ও বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন সেটা নেই। বৈশ্বিক সহায়তার ভঙ্গুর দশা স্পষ্ট হয়েছে। সহযোগিতার যোগান অপর্যাপ্ত। আর এই চিড় ধরা ও ভঙ্গুর দশার ভয়াবহতা মহামারীকেও ছাড়িয়ে যাবে।’
আরও পড়ুন
- ‘নিঃসঙ্গ মন্ত্রী’ নিয়োগ দিল জাপান
- উইঘুর মুসলিমদের বিরুদ্ধে চীনা কার্যক্রমকে গণহত্যার স্বীকৃতি দিল কানাডা
- ১০ প্রতিবেশী দেশ নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স চুক্তির পরামর্শ মোদির
- অটোরিকশা চালকের মেয়ে থেকে মিস ইন্ডিয়া রানারআপ!
- করোনার থেকেও বেশি কঠিন সমস্যার কথা জানালেন বিল গেটস
- দ্বিতীয় সন্তান আসছে হ্যারি ও মেগানের সংসারে
- পিপিই পরে নারীর অভিনব ভিক্ষা!
- ভালবাসার নিদর্শন ঐতিহাসিক সুতানাল দীঘি