পঞ্চগড়ের দেবীগঞ্জে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন উদ্বোধন
বিডি প্রেস ডেস্ক রিপোর্ট শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১ ০৮:৪৪ পিএম | আপডেট: শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১ ০৮:৪৪ পিএম

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন নতুন এই স্টেশনটি উদ্বোধন করেন।
এই উপজেলায় ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন না থাকায় দীর্ঘদিন থেকে নানা সমস্যায় ভুগছিল এই এলাকার মানুষ। গণপূর্ত বিভাগের তত্বাবধানে ৩ কোটি ৫৪ লাখ টাকা ব্যয় করে এই স্টেশনটি নির্মাণ করা হয়। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন স্থাপিত হওয়ায় এই এলাকায় দুর্ঘটনা প্রতিরোধে ব্যাপক ভূমিকা রাখবে।
জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিশতি, দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক হাসনাত জামান জর্জ , ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের রংপুর বিভাগীয় উপপরিচালক অহিদুল ইসলাম, দিনাজপুর অঞ্চলের সহকারি পরিচালক আনিসুর রহমান প্রমুখ। পরে রেলপথ মন্ত্রী শিশু সদনের নতুন ভবন এবং একটি বৃদ্ধাশ্রম উদ্বোধন করেন।
আরও পড়ুন
- ঝগড়া করে ট্রেনের সামনে দাঁড়ান প্রেমিকা, বাঁচাতে গিয়ে প্রেমিক নিহত
- বগুড়ায় বিদেশী পিস্তল-গুলিসহ দাদন ব্যবসায়ী গ্রেফতার
- বসুরহাটে ১৪৪ ধারা জারি
- মুকুলের গন্ধে মুখর বরেন্দ্র
- খাগড়াছড়ি পৌরসভার নতুন মেয়র-কাউন্সিলরদের দায়িত্বগ্রহণ
- রায়পুরে ৬ লাখ মিটার জাল ১৫ মণ জাটকা জব্দ
- কালিয়াকৈরে সূর্যমুখী চাষে ঝুঁকছেন কৃষকরা, ভালো ফলনের আশা
- সিরাজগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রের মরদেহ উদ্ধার