কানাডায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
বিডি প্রেস ডেস্ক রিপোর্ট সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১ ০৪:৫৩ পিএম | আপডেট: সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১ ০৪:৫৩ পিএম

বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে ২১ ফেব্রুয়ারি 'আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস' উপলক্ষে কানাডার স্থানীয় সময় বিকাল চারটায় এক ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অন্টারিও প্রদেশের বাংলাদেশ হাইকমিশনে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অন্টারিও প্রাদেশিক পার্লামেন্ট সদস্য ডলি বেগম, বাংলাদেশ কানাডা পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রপের চেয়ারম্যান ন্যাথানাইল স্মিথ এমপি, কানাডায়় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. খলিলুর রহমান, একুশে পদকপ্রাপ্ত কবি আসাদ চৌধুরী এবং স্বাধীনতা পদক প্রাপ্ত আব্দুস সালাম। এই সময় বাংলাদেশ হাইকমিশনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বাংলাদেশ হাই কমিশনার ড. খলিলুর রহমান বলেন, 'ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অনস্বীকার্য। বঙ্গবন্ধু যেমন আমাদের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন ঠিক একইভাবে তিনি কারাগারে অন্তরীণ থেকেও সক্রিয় ভাবে ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বহু সংগ্রামের মধ্যে দিয়েই একুশের পথ ধরেই আমরা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশকে স্বাধীন করেছি।'
আরও পড়ুন
- ফ্রান্সে বাংলাদেশ দূতাবাস ও ইউনেস্কোতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
- জ্বালানি কাঠ বিক্রির দায়ে রিয়াদে ৫ বাংলাদেশি গ্রেফতার
- সবুজ সঙ্কেত ছাড়াই ফিরতে পারবেন দুবাইয়ের বৈধ প্রবাসীরা
- কানাডায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত
- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বহুজাতিক ভার্চুয়াল সমাবেশ
- কানাডায় মাতৃভাষা চর্চা বিষয়ক ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠিত
- দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে ৫ বিদেশি খুন, ধর্মঘটের ডাক
- কন্স্যুলার সেবার মান বৃদ্ধিতে ‘অনলাইন ট্র্যাকিং’ পদ্ধতি চালু