অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে সমঝোতায় পৌঁছল ফেসবুক
বিডি প্রেস ডেস্ক রিপোর্ট মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১ ০৮:০১ পিএম | আপডেট: মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১ ০৮:০১ পিএম

শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে সমঝোতায় পৌঁছল সামাজিক যোগাযোগ মাধ্যম প্রতিষ্ঠান ‘ফেসবুক’।
গত সপ্তাহে বন্ধ করা অস্ট্রেলিয়ার বিভিন্ন গণমাধ্যমের পেজগুলো আবারও খুলে দেবে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার এক বিবৃতিতে একথা জানিয়েছে অস্ট্রেলিয়া সরকার।
এর আগে,গত বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিভিন্ন গণমাধ্যমের সংবাদ পাঠ করা ও শেয়ার দেওয়ার সুযোগ বন্ধ করে দেয় ফেসবুক। অর্থের বিনিময়ে অস্ট্রেলীয় গণমাধ্যমের সংবাদ প্রকাশের প্রস্তাবিত আইনের বিরুদ্ধে এই পদক্ষেপ নেয় ফেসবুক।
এ ঘটনার পর আইনটিতে কিছুটা সংশোধনী আনে অস্ট্রেলিয়া সরকার। সূত্র: ওয়াশিংটন পোস্ট, দ্য গার্ডিয়ান
আরও পড়ুন
- রাশিয়া ও ইরানের কয়েকশ একাউন্ট বন্ধ করল টুইটার
- মঙ্গলগ্রহে অবতরণের বিরল ভিডিও প্রকাশ করল নাসা
- হোয়াটসঅ্যাপের নতুন নীতিমালার সময় ১৫ মে পর্যন্ত
- লাল গ্রহের ছবি পাঠাতে শুরু করল নাসার রোভার
- স্মার্টওয়াচ নিয়ে আসছে ফেসবুক
- টিকটকের ভারতীয় কার্যক্রম বিক্রি করবে বাইটডান্স
- এবার মঙ্গলের ভিডিও পাঠাল চীনের তিয়ানওয়েন-১
- ভারতে টুইটারের বিকল্প ‘কু অ্যাপ’