সাবেক ডেপুটি গভর্নর ইব্রাহিম খালেদ আর নেই
বিডি প্রেস ডেস্ক রিপোর্ট বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১ ০৪:২০ পিএম | আপডেট: বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১ ০৪:২০ পিএম

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।
বুধবার ভোর সাড়ে ৫টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
করোনায় আক্রান্ত হয়ে চলতি মাসের শুরুতে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হয়েছিলেন খোন্দকার ইব্রাহিম খালেদ। এরপর তার শারীরিক অন্যান্য সমস্যা দেখা দিতে থাকে। পরে ২১ ফেব্রুয়ারি তাকে আরও উন্নত চিকিৎসার জন্য বিএসএমএমইউতে স্থানান্তর করা হয়। এরপর আর স্বাভাবিক অবস্থায় ফেরেননি তিনি।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, খোন্দকার ইব্রাহিম খালেদের মরদেহ সকাল ১১টায় কচিকাঁচার মেলায় নেয়া হবে এবং বাদ যোহর বায়তুল মোকাররম মসজিদে জানাজা হবে।
খোন্দকার ইব্রাহিম খালেদ বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া সোনালী, অগ্রণী ও পূবালী ব্যাংকেরও ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
আরও পড়ুন
- প্রখ্যাত অভিনেতা এটিএম শামসুজ্জামান আর নেই
- কিংবদন্তি সুরস্রষ্টা সংগীত পরিচালক আলী হোসেন আর নেই
- বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জন্মবার্ষিকী আজ
- আজ পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস
- চলে গেলেন সাংবাদিক শাহীন রেজা নূর
- নিলামে উঠছে রত্ন খচিত প্রস্তরখণ্ডসহ দুর্লভ উল্কাপিন্ড!
- চলে গেলেন অস্কারজয়ী অভিনেত্রী ক্লোরিস
- জেমকন সাহিত্য পুরস্কার পেলেন যারা