1. »
  2. খেলার মাঠ

চেলসির কাছে হেরে গেল অ্যাটলেটিকো

বিডি প্রেস ডেস্ক রিপোর্ট বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১ ০৪:২৫ পিএম | আপডেট: বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১ ০৪:২৫ পিএম

চেলসির কাছে হেরে গেল অ্যাটলেটিকো

পুরো ম্যাচেই হারানো ছন্দ খুঁজে ফিরল অ্যাটলেটিকো মাদ্রিদ। কিন্তু শেষ পর্যন্ত পেরে উঠলো না। বরং চেলসির কাছে হেরে গেল ন্যূনতম ব্যবধানে।

রোমানিয়ার রাজধানী বুখারেস্টে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে ১-০ গোলে জিতেছে চেলসি।  
ম্যাচটি বুখারেস্টে অনুষ্ঠিত হলেও এর পূর্ব নির্ধারিত ভেন্যু ছিল মাদ্রিদের ওয়ান্দা মেত্রোপলিতানো। কিন্তু করোনা মহামারীর কারণে স্পেন সরকারের আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে ম্যাচটি বুখারেস্টে সরিয়ে দেওয়া হয়।

ম্যাচের শুরু থেকে কোনও দলই কার্যকর কোনও আক্রমণ শানাতে পারছিল না। তবে ৩৯তম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল চেলসি। কিন্তু টিমো ভেরনারের শট ফিরিয়ে দেন গোলরক্ষক ইয়ান ওবলাক। বিরতির আগে চেলসি দু’বার লক্ষ্যে শট নিলেও বল জালে জড়াতে পারেনি।

অবশেষে ৬৮তম মিনিটে জয়সূচক গোলটি পায় চেলসি। ডি-বক্সে অ্যাটলেটিকোর ডিফেন্ডার মারিও এরমেসোর পায়ে লেগে বল ওপরে উঠলে অসাধারণ ওভারহেড কিকে লক্ষ্যভেদ করেন জিরুদ। যদিও রেফারি অফসাইডের বাঁশি বাজিয়েছিলেন। কিন্তু ভিএআরে সিদ্ধান্ত পাল্টায়।

আগামী ১৭ মার্চ ফিরিতি লেগে চেলসির মাঠে খেলবে অ্যাটলেটিকো।