1. »
  2. আন্তর্জাতিক

চাঞ্চল্যকর তথ্য, গোয়েন্দাদের ব্যর্থতায় ক্যাপিটল হিলে হামলা!

বিডি প্রেস ডেস্ক রিপোর্ট বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১ ০৫:১৪ পিএম | আপডেট: বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১ ০৫:১৪ পিএম

চাঞ্চল্যকর তথ্য, গোয়েন্দাদের ব্যর্থতায় ক্যাপিটল হিলে হামলা!

গোয়েন্দাদের ব্যর্থতাতেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থকরা গত ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলা চালিয়েছিলেন। মঙ্গলবার ক্যাপিটল পুলিশের সাবেক প্রধান স্টেভেন সান্ড মার্কিন সিনেট কমিটির কাছে সাক্ষ্য প্রদানের সময় এমনটি দাবি করেন ।

ক্যাপিটলে সহিংসতা প্রতিরোধ করতে না পারায় দায়ভার নিয়ে তখন পদত্যাগ করেন ইউএস ক্যাপিটল পুলিশের প্রধান স্টেভেন সান্ডসহ আরো চার কর্মকর্তা। এদের মধ্যেই তিনজন মঙ্গলবার সিনেট কমিটির কাছে সাক্ষ্য দেন।
সিনেট কমিটির কাছে সান্ড বলেন, দাঙ্গাবাজরা সেদিন যুদ্ধের প্রস্তুতি নিয়ে এসেছিলেন। আমরা বিক্ষোভের প্রস্তুতি নিয়েছিলাম। সামরিক ধাঁচের সমন্বিত কোনো হামলার জন্য নয়।

গত ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশন শুরুর এক ঘণ্টার মধ্যে কংগ্রেস ভবনে হামলা করেন ট্রাম্প-সমর্থকেরা। এ ঘটনায় চারজন নিহত হন। আহত হন অর্ধশত মানুষ।