শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানী আটক- র্যাব
বিডি প্রেস ডেস্ক রিপোর্ট বুধবার, ৭ এপ্রিল, ২০২১ ০৮:১০ পিএম | আপডেট: বুধবার, ৭ এপ্রিল, ২০২১ ০৮:১০ পিএম

দেশে শিশুবক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীকে নেত্রকোনা থেকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)।
আজ বুধবার (৭ এপ্রিল) দুপুরে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উয়িংয়ের পরিচালক মান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে বুধবার (৭ এপ্রিল) রাত ৩টার দিকে তাকে নিজ বাসা থেকে অজ্ঞাত পরিচয়ে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন অনেকেই। তার ব্যক্তিগত সহকারীর সূত্র দিয়ে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এ খবর পোস্টও করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাওলানা রফিকুল ইসলামের সর্বশেষ পোস্টে তিনি লিখেন, ‘আমাকে গুম করার চেষ্টা চলছে’।
মান্ডার খন্দকার আল মঈন জানান, রাষ্ট্রবিরোধী উসকানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রফিকুল ইসলাম মাদানীকে আটক করা হয়েছে।
এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে মতিঝিল এলাকায় বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনায় গত ২৫ মার্চ দুপুরে শিশুবক্তা রফিকুল ইসলামসহ ৩৩ জনকে আটক করে পুলিশ। পরে বিকেলে ওই শিশুবক্তাকে ছেড়ে দেওয়া হয়।
আরও পড়ুন
- রেকর্ড শনাক্তের দিনে আরও ৬৩ প্রাণহানি
- নারায়ণগঞ্জে ওসির পর বদলি অতিরিক্ত পুলিশ সুপার
- রাজধানীতে উবার-পাঠাও চালকদের বিক্ষোভ
- ডাবল ডোজ নেয়ার পরও বিদেশ যেতে লাগবে কোভিড নেগেটিভ সনদ: স্বাস্থ্যমন্ত্রী
- বাংলাদেশেই যুদ্ধ বিমান তৈরি করতে চাই: প্রধানমন্ত্রী
- সারাদেশে তাপমাত্রা বৃদ্ধির আভাস
- টিকা নিলেন ২৩ লাখ মানুষ
- ভারত থেকে আরও ২০ লাখ ডোজ টিকা পৌঁছাল ঢাকায়