1. »
  2. ব্যবসা বাণিজ্য

রাজধানীতে শপিংমল খোলার দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

বুধবার, ৭ এপ্রিল, ২০২১ ০৮:২০ পিএম | আপডেট: বুধবার, ৭ এপ্রিল, ২০২১ ০৮:২০ পিএম

রাজধানীতে শপিংমল খোলার দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

লকডাউন তুলে নিয়ে শপিংমল খুলে দেওয়ার দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছেন দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্কের ব্যবসায়ীরা।

আজ বুধবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে শপিংমলের সামনে প্রগতি সরণিতে এ মানববন্ধন হয়। 

মানববন্ধনে ব্যবসায়ীরা অবিলম্বে শপিংমল খুলে দেওয়ার দাবি জানান। 

তারা বলেন, সবকিছু খোলা থাকলে শপিংমল কেন বন্ধ রাখা হবে। গতবার লকডাউনে ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয়েছে। এবারও লকডাউন চললে ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে না। 

দ্রুত শপিংমল খুলে দেওয়ার জন্য যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ ও প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।