1. »
  2. বিনোদন

সিনেমায় প্লেব্যাক করলেন নুসরাত ফারিয়ার

বিডি প্রেস ডেস্ক রিপোর্ট বুধবার, ৭ এপ্রিল, ২০২১ ০৮:৪২ পিএম | আপডেট: বুধবার, ৭ এপ্রিল, ২০২১ ০৮:৪২ পিএম

সিনেমায় প্লেব্যাক করলেন নুসরাত ফারিয়ার

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া গান গাইতে পারেন এ খবর পুরনো। কিন্তু সিনেমায় প্লেব্যাক করেছেন এ খবর নতুন। ‘যদি কিন্তু তবু’ নামের সিনেমায় ফারিয়ার একটি গানের অংশ বিশেষ যুক্ত করা হয়। 

এতে অভিনয় করে তেমন সাড়া না পেলেও আলোচিত হচ্ছে তার গানটি। শিগগিরই সম্পূর্ণ গানটি জি ফাইভে অবমুক্ত হবে বলে জানালেন ফারিয়া।

গানটি প্রসঙ্গে নুসরাত বলেন, ‘গানটা এমন অদ্ভুত সুন্দরভাবে গল্পের সঙ্গে মিশে যাবে ভাবিনি। আশা করি গানটি ভালো লাগবে সবার।’‘কাটে না কাটে না ঘোর’ গানটির কথা লিখেছেন তরুণ গীতিকার সোমেশ্বর অলি। 

গানটিতে ফারিয়ার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ঈশান। আর সুর-সংগীত করেছেন অম্লান চক্রবর্তী। ‘যদি কিন্তু তবুও’ সিনেমাটি পরিচালনা করেছেন শিহাব শাহীন।

এদিকে বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘বঙ্গবন্ধু’ সিনেমার কাজ শেষ করেছেন ফারিয়া। ‘বঙ্গবন্ধু’ সিনেমাটি পরিচালনা করছেন ভারতের পরিচালক শ্যাম বেনেগাল। 

সিনেমাটিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া।